24 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » গরমে সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট বাদ দেয়ার নির্দেশ

গরমে সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট বাদ দেয়ার নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনএ, ঢাকা:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরমের মধ্যে অফিসে স্যুট-কোট না পরতে সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার(১৯ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসিতে সম্মেলন কক্ষে একনেক সভায় বিদ্যুৎ সাশ্রয় নিয়ে আলোচনার মধ্যে পোশাক নিয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা আসে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এনইসিতেই সভার সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী  মান্নান।

পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, ‘আজকের বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সাশ্রয় নিয়ে কথা হয়েছে। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন। প্রধানামন্ত্রী সরকারি কর্মকর্তাদের অফিস চলাকালীন এসি ২৪ (ডিগ্রি সেলসিয়াস) এর নিচে না নামানোর নির্দেশ দিয়েছেন এবং অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় অবশ্যই এসি বন্ধ করে যেতে হবে বলেও নির্দেশনা দিয়েছেন।’

মান্নান বলেন, ‘তবে শীতকালে (স্যুট) পরতে পারবেন এবং বিদেশি কোনো ডেলিগেট আসলে তখন স্যুট-কোট পরা যাবে।’

সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে একনেক সভায় আলোচনা হয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে আরও সজাগ হওয়ার নির্দেশ দিয়ে সরকার এবং সরকারের বাইরেও সতর্ক থাকতে গুরুত্বারোপ করেছেন।’

সঙ্কট মোকাবিলায় সরকার সচেষ্ট জানিয়ে তিনি বলেন, ‘দেশে এখন মৌলিক কিছু নিত্যপণ্যের দাম নিম্মমুখী হচ্ছে। ভোজ্যতেলের দাম নিম্নমুখী হচ্ছে, এটা এখন দৃশ্যমান। আগামীতে চালের মূল্যেও পরিবর্তন আশা করছি আমরা।’

পরিকল্পনামন্ত্রী  এমএ মান্নান জানান,  গ্রামীণ পর্যায়ে সড়ক, কালভার্ট কিংবা সেতু নির্মাণের ক্ষেত্রে মান যেন অক্ষুন্ন থাকে সে বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে সজাগ থাকার নির্দেশ প্রদান করেছেন প্রধানমন্ত্রী।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ