17 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

কোভিড-১৯ মৃত্যু

বিএনএ, ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৮৭৯ জনের শরীরে।

মঙ্গলবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৪৯ জন মানুষের।

মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন।

২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩, খুলনায় ২ ময়মনসিংহে ২ ও রংপুরে একজন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে সাতজন পুরুষ, একজন নারী।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ