14 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

বিএনএ,মিরসরাই : ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় সফর আলীকে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিজ্ঞপ্তি দিয়ে তাঁকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছে মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগ।

মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন বলেন, দলে কোনো মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর ঠাঁই নেই। সফর আলীকে আপাতত সংগঠন থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হবে।

প্রসঙ্গত, ছাত্রলীগ নেতা সফর আলীকে গত রোববার রাতে উপজেলার আবুতোরাব বাজারের স্কুল রোড এলাকায় মফিজ মেশিনারিজ স্টোরের সামনে থেকে ১৪০ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ।

বিএনএনিউজ২৪.কম/আশরাফ উদ্দিন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ