25 C
আবহাওয়া
৫:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » তারুণ্যের সমাবেশে যুবদল নেতার মৃত্যু

তারুণ্যের সমাবেশে যুবদল নেতার মৃত্যু


বিএনএ, বগুড়া : বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজিজুল হক (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

আজিজুল হক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নে জমশেদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহমান জানান, ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে বগুড়ায় এসেছিলেন আজিজুল। সমাবেশে হঠাৎ করে শারিরীকভাবে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিজুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ