বিশ্ব ডেস্ক : মধ্যপ্রচ্যের দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বেসরকারী খাতের কর্মীরা ৪ থেকে ৬দিন ঈদের ছুটি উপভোগ করবেন। পবিত্র ঈদুল আজহার দিন নিশ্চিত হওয়ার পরে দেশ দুটি বেসরকারিখাতের কর্মকর্তা কর্মচারীদের ছুটির দিন ঠিক তৈরি করেছে।
সোমবার(১৯ জুন ২০২৩) সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রক টুইটারে জানিয়েছে, বেসরকারী এবং অলাভজনক খাতের কর্মীরা আরাফাতের দিন থেকে শুরু করে চার দিনের ছুটি উপভোগ করবেন যা মঙ্গলবার ২৭ জুন শুরু হবে।
কর্মচারীরা শুক্র এবং শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটির পাশাপাশি ছুটি উপভোগ করবেন, তা ছাড়া কিছু কর্মচারী ২ জুলাই রবিবারও ঈদুল আজহার ছুটি ভোগ করবে।
সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রক ঘোষণা করেছে যে, বেসরকারী খাতের কর্মীরা শনিবার-রবিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি ২৭ জুন থেকে শুক্রবার ৩০ জুন পর্যন্ত ঈদের সরকারী ছুটি উপভোগ করবেন। সূত্র : আল আরাবিয়া নিউজ।
বিএনএনিউজ২৪,জিএন