28 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঈদের ছুটি একদিন বাড়লো

ঈদের ছুটি একদিন বাড়লো


বিএনএ, ঢাকা: ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানো হয়েছে।  আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।  সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে এবার ঈদে আগামী ২৭ শে জুন থেকে ১লা জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯শে জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ শে জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯শে জুন (১০ জিলহজ্জ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বুধবার (২১শে জুন) থেকে জিলহজ্জ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ৩০ শে জুন।

বিএনএ/ ওজি/এইচ এইচ।

 

Loading


শিরোনাম বিএনএ