28 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন


বিএনএ, রাঙামাটি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীদের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটির প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পনের সম্পাদক একেএম মোকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সুশীল সমাজের প্রতিনিধি নুরুল আবছার, সুজনের সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, ৭১ টিভির প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি জিয়াউল হক, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি মঈন উদ্দিন বাপ্পি এবং মানববন্ধনের সঞ্চালনা করেন রাঙামাটি রিপোটার্স ফোরামের সভাপতি ও জাগো নিউজের প্রতিনিধি সাইফুল হাসান।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন অসংগতি তুলে ধরে দেশের এবং দেশের মানুষের কাছে সত্যটা প্রকাশ করে আসছে সাংবাদিকরা। সাংবাদিকতা পেশায় নানান বাঁধা ও চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় সংবাদকর্মীদের। তবুও আমরা সর্বদা দেশের ও জাতির কল্যাণে কলম দিয়ে সংগ্রাম করে যাচ্ছি। এ সংগ্রাম করতে গিয়ে নানান ভাবে মামলা, হামলা ও হয়রানীর শিকার হতে হচ্ছে সংবাদকর্মীদের। এমনকি নৃশংসভাবে হত্যাও করা হচ্ছে। আর যাতে কারো মায়ের কোল খালি হতে না হয় এবং সাংবাদিক সমাজ যেন নির্ভয়ে দুর্নীতিবাজদের মুখ উন্মোচন করতে পারে সেজন্য সাগর-রুনি থেকে আজ নাদিম পর্যন্ত সকল সাংবাদিকের হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

এ সময় সাংবাদিক নেতারা দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তারে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতে সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। একজন সংবাদকর্মী দেশের অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে লিখতে গিয়ে এভাবে হত্যার শিকার হলে দেশের অগ্রযাত্রা মুখ থুবড়ে পড়বে। সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে।

বক্তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নামক এ কালো আইন দ্বারা সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে, প্রভাবশালীরা বিভিন্ন ভাবে হয়রানি করছে। তাই অবিলম্বে এ আইন বাতিলের দাবি জানান তারা।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ