18 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » রুটির পিঁড়িতে ইয়াবা পরিবহন,নারীসহ গ্রেপ্তার ২

রুটির পিঁড়িতে ইয়াবা পরিবহন,নারীসহ গ্রেপ্তার ২


বিএনএ, চট্টগ্রাম : রুটি বানানোর পিঁড়িতে  বিশেষ কায়দায় ফাঁকা জায়গা করে  অভিনব পদ্ধতিতে ইয়াবা বহন কালে ১০ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার(১৯ জুন) র‌্যাব এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হচ্ছে টেকনাফের  উত্তর নয়াপাড়ার মনোয়ারা বেগম (২৪), একই এলাকার নূর ইসলামের ছেলে শাহাব উদ্দিন (২৩)।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব  জানতে পারে যে, কিছু  মাদক ব্যবসায়ী ফেনীর মডেল থানাধীন রামপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ইয়াবাসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ রোববার( ১৮ জুন) ওই স্থানে যায়। তাদের উপস্থিতিতে পালিয়ে যাবার চেষ্টাকালে মনোয়ারা বেগম (২৪) ও শাহাব উদ্দিন (২৩) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা রুটি বানানো পিড়ির ভিতর বিশেষ কায়দায়  রক্ষিত  ১০ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩১ লক্ষ টাকা।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ