14 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » সৌদিতে গেলেন ৯৬ হাজার ৯১৯ হজযাত্রী, মৃত্যু বেড়ে ২২

সৌদিতে গেলেন ৯৬ হাজার ৯১৯ হজযাত্রী, মৃত্যু বেড়ে ২২


বিএনএ, ডেস্ক :ইতিমধ্যে  ৯৬ হাজার ৯১৯ জন  হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন। রোববার(১৮ জুন) মধ্য রাতে হজ পোর্টাল এ তথ্য জানায়।

এতে বলা হয়, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন ৮৭ হাজার ১২১ জন। আর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন পুরুষ ও তিন জন নারী।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল।

গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

আগামী ২৮ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির সুপ্রিম কোর্ট রবিবার (১৮ জুন) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

বিএনএ/ ওজি/এইচ এইচ

 

Loading


শিরোনাম বিএনএ