21 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

টেকনাফে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১


বিএনএ, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিনিবাস এবং অটোরিকশার সংঘর্ষে মো. সালাউদ্দিন (৩২) নামে যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। রোববার (১৮ আগস্ট) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন একই ইউনিয়নের কেরুনতলী এলাকার আলী আকবরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কক্সবাজার থেকে একটি মিনিবাস টেকনাফের উদ্দেশ্য যাচ্ছিল। পথে বরইতলীর পাহাড়ের পাশের রাস্তায় গাড়টির ব্রেক ফেল করে  পেছনের ঢালুতে নামতে থাকে এটি। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন আরো তিনজন।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিম জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ মিলেছে। আরো তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ