29 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » পদ্মা সেতুর উৎসব বন্ধ করে বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত: রিজভী

পদ্মা সেতুর উৎসব বন্ধ করে বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত: রিজভী

পদ্মা সেতুর উৎসব বন্ধ করে বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত: রিজভী

বিএনএ ডেস্ক: বন্যায় দেশের ভয়াবহ পরিস্থিতির মধ্যে পদ্মা সেতুর উৎসব বন্ধ করে বন্যার্তদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৯ জুন) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এ আহ্বান জানান তিনি। বলেন, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় সরকারের নিষ্ক্রিয়তা মানুষকে আরও বেশি আতঙ্কিত করে তুলেছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ ও গবাদিপশু একসাথে আছে। খাদ্য সংকটের পাশাপাশি নিদারুণ দুর্ভোগ আর উৎকণ্ঠায় সময় পার করছেন তারা।

রিজভী আহমেদ বলেন, পদ্মা সেতু উদ্বোধনের নামে উৎসবে টাকা খরচ করতে মন্ত্রী-এমপিরা ঝাঁপিয়ে পড়েছেন। তিন কোটি টাকা দিয়ে বিদেশি শিল্পী আনা হচ্ছে। অথচ বানভাসী মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ৩০ লাখ।

বিএনপি নেতা বলেন, ত্রাণ প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে মনগড়া পরিসংখ্যান দিচ্ছেন। দুর্ভোগের বাস্তবতার সাথে মন্ত্রীর পরিসংখ্যানের মিল নেই বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ