22 C
আবহাওয়া
১২:২১ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়া উপজেলায় কোন ইউনিয়নে কত ভোটার

ছাগলনাইয়া উপজেলায় কোন ইউনিয়নে কত ভোটার

ছাগলনাইয়া উপজেলা ম্যাপ

বিএনএ,ফেনী : ছাগলনাইয়া ফেনী জেলার অন্তর্গত একটি উপজেলা। এ উপজেলার উত্তরে ফুলগাজী উপজেলা, দক্ষিণে ফেনী সদর উপজেলা ও চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে পরশুরাম উপজেলা ও ফেনী সদর উপজেলা অবস্থিত।

ছাগলনাইয়া উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন রয়েছে।

পৌরসভা: ছাগলনাইয়া

ছাগলনাইয়ায় ইউনিয়ন কয়টি ও কি কি

ইউনিয়নসমূহ:

৫নং মহামায়া
৬নং পাঠাননগর
৮নং রাধানগর
৯নং শুভপুর
১০নং ঘোপাল

ফেনী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই ২০২৩ খ্রি. পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৫১ হাজার ৪০১ জন। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, গত ২০ জুলাই২০২৩ পর্যন্ত ফেনীতে নতুন ভোটার বেড়েছে ১ লাখ ৯৩ হাজার ২৬৪জন। এর মধ্যে তরুণ ভোটারের সংখ্যা ৬০ শতাংশের বেশি। অর্থাৎ, তরুণ ভোটার সংখ্যা প্রায় ১ লাখ ১৬ হাজার।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জুন ২০২৪ ভোট গ্রহণ করা হবে। চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, মেহেদী হাসান, আবদুল হালিম, এএসএম শহীদ উল্লাহ মজুমদার ও কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক।

সোমবার(২০মে ২০২৪) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হবে। সে সাথে শুরু হবে ব্যাপক প্রচার প্রচারণা।

এর আগে ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মোঃ এনামুল হক মজুমদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তাতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন তারা হলেন নাছিমা আক্তার ও বিবি জোলেখা।

ছাগলনাইয়া উপজেলায় কোন ইউনিয়নে কত ভোটার(২০২৪)

ছাগলনাইয়া পৌরসভায় ভোটার কত? 

ছাগলনাইয়া পৌরসভা । মোট ভোট কেন্দ্র ১১টি । ভোটার পুরুষ-২০,১০০ মহিলা ১৮৭৫২ মোট ভোটার ৩৮৮৫২জন।

মহামায়া ইউনিয়ন-ভোট কেন্দ্র ৭টি

ভোটার পুরুষ-১১,৮১৮ মহিলা ১১,১৪৯ মোট ভোটার ২২,৯৬৭জন।

পাঠাননগর ইউনিয়ন-ভোট কেন্দ্র ১০টি

ভোটার পুরুষ-১৬,৫২০ মহিলা ১৫,২৬৪ মোট ভোটার ৩১,৭৮৪জন।

রাধানগর ইউনিয়ন -ভোট কেন্দ্র ৯টি

ভোটার পুরুষ-১১,৯৪৫ মহিলা ১১,১৬২ মোট ভোটার ২৩,১০৮জন।

শুভপুর ইউনিয়ন -ভোট কেন্দ্র ১০টি

ভোটার পুরুষ-১৩,২৬২ মহিলা ১২,৫৭৬ মোট ভোটার ২৫,৮৩৮জন।

ঘোপাল ইউনিয়ন -ভোট কেন্দ্র ৭টি

ভোটার পুরুষ-১২,১৪৭ মহিলা ১১,৫৭৬ মোট ভোটার ২৩,৭২৩জন।

আরও পড়ুন : ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী ৫ জন

সর্বমোট পুরুষ ভোটার ৮৫হাজার৭৯২,মহিলা ভোটার ৮০হাজার ৪৭৯ সর্বমোট ভোটার ১লক্ষ৬৬হাজার২৭২জন।

ছাগলনাইয়া ভোটার তালিকা 2024
ছাগলনাইয়া ভোটার তালিকা 2024

 

sইউনিয়ন ভোটার তালিকা ২০২৩ ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা ২০২৪ ফেনী জেলার ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা ছাগলনাইয়া উপজেলা গ্রাম তালিকা ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ছাগলনাইয়া পৌরসভা ছাগলনাইয়া দর্শনীয় স্থান
s
ছাগলনাইয়া উপজেলার  ইউনিয়ন ভোটার তালিকা ২০২৪
ছাগলনাইয়া উপজেলার ভোটার তালিকা
খসড়া ভোটার তালিকা
 গ্রাম তালিকা

ছাগলনাইয়া ভোটার তালিকা 2024
ছাগলনাইয়া ভোটার তালিকা 2024

 

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ