27 C
আবহাওয়া
৬:১১ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » রাত পেরোলেই গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তুত নোবিপ্রবি

রাত পেরোলেই গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তুত নোবিপ্রবি


বিএনএ, নোবিপ্রবি : রাত পেরোলেই শুরু হচ্ছে ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা নিতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন।

ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে নোবিপ্রবি প্রক্টর (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসাইন সুমন বলেন, আমরা ইতোমধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। পুরো ক্যাম্পাস কঠোর নিরাপত্তার আওতায় থাকবে। পরীক্ষার দিন ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউটস এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সদস্যরা দায়িত্ব পালন করবে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হবে। এবছর ‘বি’ ইউনিটের পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে ২০৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

‘বি’ ইউনিটে (মানবিক) আসন সংখ্যা ৭ হাজার ৭৪৬টি এবং আসনপ্রতি লড়বেন ১৩ জন ভর্তিচ্ছু।

‘খ’ ইউনিট তথা মানবিক বিভাগের পর ২৭ মে বাণিজ্য (সি ইউনিট) এবং ৩ জুন বিজ্ঞানের (এ ইউনিটের) ভর্তি পরীক্ষা হবে।

 

বিএনএনিউজ/শাফি/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ