29 C
আবহাওয়া
৫:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » চাচাকে খুন, ৩৪ বছর পর গ্রেফতার ভাতিজা

চাচাকে খুন, ৩৪ বছর পর গ্রেফতার ভাতিজা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ৩৪ বছর আগে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বশির আহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।শুক্রবার (১৯ মে) র‍্যাব-৭ এ তথ্য জানায় । গত ৩৪ বছর ধরে ওই ব্যক্তি নাম, পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে ছিল ।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটি সদরের মুসলিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বশির আহাম্মদ হাটহাজারীর চারিয়া এলাকার নুর আহাম্মদের ছেলে।

র‌্যাব-৭ জানায়, ১৯৮৯ সালের ১৩ ফেব্রুয়ারি পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দের একপর্যায়ে চাচা মকবুল হোসেনকে অন্য সহযোগীদের নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় ভাতিজা বশির। পরে এই ঘটনায় নিহতের স্ত্রী বশিরকে প্রধান করে ৭-৮ জনের নামে হাটহাজারী থানায় হত্যা মামলা দায়ের করে।

১৯৯২ সালের ১৯ নভেম্বর হত্যা মামলার প্রধান আসামি বশির আহাম্মদের অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে আসামি বশিরকে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করে।

বশিরকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ