17 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ইতালিতে বন্যায় নিহত বেড়ে ১৩

ইতালিতে বন্যায় নিহত বেড়ে ১৩


বিএনএ, বিশ্বডেস্ক : ইতালিতে বন্যায় নিহত বেড়ে ১৩ জন হয়েছে। ১৩ হাজারেরও বেশি মানুষ ঘর ছেড়েছেন।

টানা বর্ষণে দেশটিতে ২০ টিরও বেশি নদীর পানি তীর ভেঙ্গে লোকালয়ে ঢুকে পড়েছে। খবর বিবিসি।

খবরে বলা হয়েছে, দেশটিতে ৬ মাসে যে পরিমাণ বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়, একই পরিমাণ বৃষ্টি হয়েছে মাত্র দেড় দিনের মাথায়।

বন্যায় বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ২৮০ টি ভূমিধ্বস হয়েছে।

৭১ বছর বয়সি রবার্তা লাজারিনি বলেন, আমি কখনো এমন ভয়ঙ্কর বন্যা দেখিনি, আমরা সবাই আটকে গেছিলাম, কি করতে হবে তাও বুঝে উঠতে পারছিলামনা। আমি চাই না, এমন কিছু আবার ঘটুক।

প্রদেশের শহর-গ্রাম মিলিয়ে অন্তত ৩৭টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুর্যোগে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আড্রিয়াটিক সাগরের তীরবর্তী রেভেন্না শহর। রেভেন্না নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শহরের অধিকাংশ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হলেও এখন পর্যন্ত ঝুঁকিতে আছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তাদেরকে এখনও সরিয়ে আনা সম্ভব হয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ