19 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে কবরস্থান থেকে ২০ কঙ্কাল চুরি

গাজীপুরে কবরস্থান থেকে ২০ কঙ্কাল চুরি


বিএনএ, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের গাছা বাজার মসজিদ ৩ নং কলোনি সংলগ্ন করবস্থান থেকে অন্তত ২০টি কঙ্কাল চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে স্থানীয়রা একটি মরদেহ দাফন করতে গেলে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয়রা জানান, কঙ্কাল চুরি করে কবরগুলো ফের মাটি দিয়ে ভরাট করা হয়েছে। কিন্তু গত দুদিনের বৃষ্টিতে কবর থেকে মাটি সরে যাওয়ায় বাঁশ দেখা যায়। এতে সন্দেহ হয়। পরে পুরো কবরস্থান ঘুরে দেখা যায়, অন্তত ১৫-২০টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।

স্থায়ী বাসিন্দা মামুনুর রশিদ জানান, বিকালে একটি লাশের দাফনের জন্য ওই কবরস্থানে গেলে বিষয়টি সবার নজরে আসে। কবরের মাটি সরানো দেখে সন্দেহ হয়। পরে পুরো কবরস্থান ঘুরে দেখা যায়, প্রায় ২০টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে কঙ্কলগুলো চুরি করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, এলাকাবাসী কঙ্কাল চুরির বিষয়টি পুলিশকে অবহিত করেননি। যদি কেউ জানায় তাহলে আমরা দেখব।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ