28 C
আবহাওয়া
৬:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে “অপারেশন রেড”র নামে জান্তা বিরোধীদের হত্যা

মিয়ানমারে “অপারেশন রেড”র নামে জান্তা বিরোধীদের হত্যা

“অপারেশন রেড”

মিয়ানমারে জান্তা সরকারকে সমর্থন,সহযোগিতা দিতে দেশটির সেনাবাহিনী বেসামরিক বিরোধীদের দমনপীড়নে Thwe Thout vigilante নামে একটি সন্ত্রাসি গোষ্ঠিকে মাঠে নামিয়েছে। এটি গত ২১ এপ্রিল দেশটির প্রধান বিরোধী দলের নেতা কর্মীদের হত্যা করতে “অপারেশন রেড” শুরু করেছে।

এক সপ্তাহেরও কম সময়ে, এটি প্রায় আটজনকে হত্যা করেছে, মান্দালাতে সাতজন এবং ইয়াঙ্গুনে একজন, প্রধানত ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সদস্য ও সমর্থকরা তাদের প্রধান লক্ষ্যবস্তু।

Thwe Thout vigilante গত ২১শে এপ্রিল ঘোষণা করেছিল যে, সামরিক জান্তার ওপর হামলা প্রতিরোধে সংগঠনটির আত্মপ্রকাশ। বর্তমানে যারা সামরিক জান্তার বিরোধীতা করছে, হামলা করছে, তারাই হবে “অপারেশন রেড”র শিকার।

ইতোমধ্যে  Thwe Thout vigilante দেশটির সবচেয়ে রাজনৈতিক দল এনএলডির সদস্য ও সমর্থকদের, তাদের পরিবার এবং প্রতিরোধ যোদ্ধাদের দ্বারা গঠিত এনইউজি সরকারের বাহিনীর সমর্থক ও সদস্যদের বিরুদ্ধে “অপারেশন রেড” শুরু করেছে।

গোষ্ঠীটি জান্তা নৃশংসতা প্রকাশকারী স্বাধীন সাংবাদিকদের এবং তাদের পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দিয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ