28 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের সেনা ক্যাম্প দখল বিরোধীদের

থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের সেনা ক্যাম্প দখল বিরোধীদের

থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের সেনা ক্যাম্প দখল করেছে বিরোধীরা

কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং মিত্র প্রতিরোধ বাহিনী বুধবার থাই সীমান্তের কাছে কারেন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছ থেকে একটি কৌশলগত সেনা ক্যাম্প দখল করে নিয়েছে। এ সময় বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এই ক্যাম্পের(সেনা ছাউনির) দখল নিয়ে কয়েকদিন ধরে উভয়পক্ষে তীব্র যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে ৬জন মিয়ানমারের নিয়মিত সৈন্য, কেএনএলএ ও মিত্রবাহিনীর ৩জন সদস্য নিহত হয়েছে বলে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির (The Karen National Union (KNU)) রাজনৈতিক মুখপাত্র জানান।

মিয়ানমার জান্তা সরকারের বাহিনী Thay Baw Boe যুদ্ধে কমপক্ষে ৩৫টি বিমান হামলা চালাতে হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ব্যবহার করেছিল। কারেন বিদ্রোহীরা কমপক্ষে ৭জন জান্তা সৈন্যকেও আটক করেছে বলে খবরে উল্লেখ করা হয়।

Thay Baw Boe সেনা ছাউনিটি থাইল্যান্ড সীমান্ত থেকে ৪কি.মি. দূরে। সূত্র:ইরাবতি নিউজ।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ