25 C
আবহাওয়া
৪:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » লেস্টারকে হারিয়ে তিনে চেলসি

লেস্টারকে হারিয়ে তিনে চেলসি

লেস্টারকে হারিয়ে তিনে চেলসি

স্পোর্টস ডেস্ক: লেস্টার সিটিকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে চেলসি। ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ব্রেন্ডন রজার্সের শিষ্যদের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে ব্লুজরা। মাত্র তিন দিন আগে চেলসিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জিতে লেস্টার। তবে এবার প্রিমিয়ার লিগে দেখা হতেই ৮ হাজার দর্শকের সামনে প্রতিশোধ নিয়ে নিল টমাস টুখেলের দল।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় চেলসি। ৪৭তম মিনিটে লেস্টারের জাল খুঁজে নেন ডিফেন্ডার আন্তনিও রুদিগার। ৬৫তম মিনিটে ডি-বক্সের ভেতর টিমো ভের্নারকে ফাউল করে বসেন ওয়েসলি ফোফানা। পেনাল্টি পায় চেলসি। পরের মিনিটে স্পট-কিক থেকে ব্লুজদের ব্যবধান বাড়ান জোর্গিনহো।

এর ১০ মিনিট পরেই একটি গোল শোধ করে লেস্টারকে ম্যাচে ফেরানোর আভাস দেন কেলাচি ইয়েনাচো। তবে বাকি সময় আর কোনো সুযোগ করতে পারেনি তারা। এই জয়ে লেস্টারকে টপকে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে চেলসি। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬৭। লিগে তাদের ম্যাচ বাকি আছে একটি। অ্যাস্টন ভিলার বিপক্ষে সেই ম্যাচ জিতলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হবে এবারের ফাইনালিস্টদের।

অন্যদিকে চ্যাম্পিয়নস লিগ নিয়ে শঙ্কায় লেস্টার। লিগে তাদেরও ম্যাচ বাকি আছে একটি। ৬৭ পয়েন্ট নিয়ে চারে নেমে যাওয়া রজার্সের দলকে পরের ম্যাচে জিততে হবে টটেনহামের বিপক্ষে। এদিকে বুধবার বার্নলির বিপক্ষে জিতলেই লেস্টারকে টপকে চারে উঠে যাবে লিভারপুল।

বিএনএনিউজ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ