32 C
আবহাওয়া
২:৩৭ অপরাহ্ণ - মে ৭, ২০২৫
Bnanews24.com
Home » ঈদযাত্রায় ভোগান্তি নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

ঈদযাত্রায় ভোগান্তি নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে


বিএনএ, ঢাকা: পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এজন্য মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন।

বুধবার (১৯ এপ্রিল) ছুটির প্রথম দিন সকাল থেকে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার যাত্রা শুরু হলেও দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের কোনো চাপ দেখা যায়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোলপ্লাজাগুলোর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময় যেখানে ৩০ হাজার যানবাহন চলাচল করে থাকে সেখানে। গতকাল মঙ্গলবার ছোট বড় ৪৪ হাজারের অধিক যানবাহন এই মহাসড়কে চলাচল করেছে।

সানারপাড় থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে পরিবার নিয়ে শিমরাইল এলাকায় এসেছেন বিল্লাল হোসেন নামের এক চাকরিজীবী। তিনি বলেন, আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। তাই দেরি না করে আজই পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি। ভেবেছিলাম মহাসড়কে যানজট থাকতে পারে। কিন্তু এসে দেখি একদম ফাঁকা। আশা করছি ভোগান্তি ছাড়াই গ্রামের বাড়ি যেতে পারবো।

আজিজুল হক নামের এক বাসচালক বলেন, রাস্তায় গাড়ির চাপ নেই বললেই চলে। খুব আনন্দের সঙ্গে কুমিল্লায় আসা-যাওয়া করছি। আশা করব চাঁদরাত পর্যন্ত এমন পরিবেশ যেন থাকে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দায়িত্বে থাকা কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. শরফুদ্দিন জানান, মানুষের ঈদযাত্রা ভোগান্তিবিহীন ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে৷ ছুটির প্রথম দিন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে৷ ঈদ উপলক্ষে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এখনও দেখা যায়নি। মহাসড়কে দুর্ঘটনারোধ করতেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ