বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী প্রতারক কুরবান আলীকে (৬২) গ্রেফতার করেছে র্যাব । মঙ্গলবার( ১৮ এপ্রিল) নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কুরবান আলী পাহাড়তলী থানাধীন মৃত মোজাহারুল হক চৌধুরীর ছেলে।
র্যাব-৭ জানায়, কুরবান আলী ২০১৫ সালে মোহাম্মদ শফিফুল ইসলাম এর নিকট জমি বিক্রির কথা বলে ৬ লক্ষ টাকা গ্রহণ করে। কিন্তু শফিকুল ইসলামকে জমি রেজিস্ট্রি করে দেয়নি। জমি রেজিস্ট্রি করতে না পারায় শফিকুল ইসলাম বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত কুরবান আলীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন কারাদন্ড প্রদান করেন।
মামলা হওয়ার পর কোরবান আলী আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। র্যাব-৭ গোপন সূত্রে জানতে পারে যে, কুরবান আলী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় অবস্থান আছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ ওজি