বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মৃতের বয়স আনুমানিক ৩০ বছর। বুধবার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ঘোনাপাড়ায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরীর পর মর্গে পাঠিয়েছেন৷
বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির জানান- স্থানীয়রা রাত সাড়ে বারোটার দিকে ২ টি মোটরসাইকেল যোগে ৪/৫ জন যুবক ওই স্থানে অবস্থান করতে দেখেন । কিছুক্ষণ পর চিংড়ি ঘেরের শ্রমিকরা কাঁদা মাটিতে পুঁতে রাখা ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠে। তাদের শোর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনার আগে মোটরসাইকেল আরোহী ওইসব যুবক পার্শ্ববর্তী একটি দোকান থেকে কলা কিনে খেয়েছেন। তবে তারা সবাই অপরিচিত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা৷
ওসি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে । তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানো হবে।
বিএনএ/ শাহীন, ওজি