বিএনএ, ঢাকা : গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেছে সরকার।
এতে বলা হয়েছে, গাজায় এই হামলায় শিশু ও নারীসহ ব্যাপক সংখ্যক নিরীহ মানুষ নিহত হয়েছে। এই অঞ্চলে ইতিমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।
সহিংসতার এই নতুন মাত্রা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির অবহেলা।
ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহতভাবে নির্বিচারে বিমান হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিমান হামলা মানবিক দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে এবং অরক্ষিত ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ধ্বংসাত্মক পরিণতি ডেকে এনেছে।
ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ, সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাকে সম্মান করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সরকার।
শত্রুতা বন্ধ করা, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং অবরুদ্ধ গাজার জনগণকে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ফিলিস্তিনের জনগণের স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থণ রয়েছে বলে এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পুনরায় সংলাপ শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সরকার।
ফিলিস্তিনি জনগণের ওপর চলমান সহিংসতা ও দুর্ভোগের অবসান ঘটাতে কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে অগ্রাধিকার দেওয়ার জন্য বাংলাদেশ সকল পক্ষকে আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিন প্রশ্নে একটি টেকসই সমাধানে পৌঁছাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ, উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
বিএনএনিউজ/এইচ.এম।