বিএনএ,ঢাকা: সাভারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ৩ পুলিশ সদস্য। এ ঘটনায় মারধর ছাড়াও পুলিশের যানবাহন ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে । এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মোহাম্মদ নাসির (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুবাড়িয়া শোভাপুর এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
গ্রেপ্তারকৃত নাসির শোভাপুর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।
সূত্র জানায়,পুলিশের ওপর হামলা ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল একজনকে থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, সাভার মডেল থানার উপ পরিদর্শক(এস আই) মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে আসামি গ্রেফতার করতে গেলে উপস্থিত পুলিশ সদস্যদের “ভুয়া পুলিশ” আখ্যায়িত করে তাদের ঘেরাও করে রাখেন এলাকাবাসী। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পুলিশের ৩টি মোটরসাইকেল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে সাভারে নিয়ে আসে। ইতোমধ্যেই পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানা একটি মামলা দায়ের করেছে।
বিএনএনিউজ/ আরএস