27 C
আবহাওয়া
৭:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলীতে পাঁচ জুয়াড়ি আটক

কর্ণফুলীতে পাঁচ জুয়াড়ি আটক

কর্ণফুলীতে পাঁচ জুয়াড়ি আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীর চরপাথরঘাটায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৩টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের শিপইয়ার্ড রোডের আল্লাহর দান গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ইছানগর গ্রামের সওদাগর বাড়ির নুরুল হকের ছেলে মো. জসিম (৩০), একই গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. সাগর (২১), মো. নুর নবীর ছেলে মো. শাহজাহান (২৬), ভোলার চরফ্যাশন এলাকার আলী হাজী বাড়ির মো. শফি উল্লাহর ছেলে মো. মহিউদ্দিন (৫৩) ও আনোয়ারার রায়পুর ইউনিয়নের মো. জামাল উদ্দিনের ছেলে মো. জিয়াউর রহমান (৩০)।

বিষয়টি নিশ্চিত কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, গত রাতে ইছানগরে একটি গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহানগর আইনে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ