বিএনএ, স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যস্ততা শেষ। পেসার মোস্তাফিজুর রহমানের পরবর্তী অ্যাসাইনমেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠ মাতাবেন তিনি। এরইমধ্যে দলের সঙ্গে যোগ দিতে দেশ ছেড়েছেন বাঁহাতি এই পেসার।
মুস্তাফিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএল খেলতে যাওয়া নিয়ে লেখেন, ‘আমার নতুন এসাইনমেন্টের জন্য উত্তেজিত। আইপিএল ২০২৪ এর জন্য চেন্নাই যাচ্ছি। দোয়া করবেন যেন আমি আমার সর্বোচ্চ টুকু দিতে পারি।’
এবারের আইপিএলের নিলামে মোস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। যেখানে বাঁহাতি এই পেসারের পঞ্চম আইপিএল দল হতে যাচ্ছে চেন্নাই। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও সবশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে। আইপিএলে এখন পর্যন্ত ৪৮ ম্যাচ খেলে ৭.৯৩ ইকোনমিতে ৪৭ উইকেটে নিয়েছেন মোস্তাফিজ।
এদিকে গতকাল চট্টগ্রামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরেজের শেষ ওয়ানডেতে বোলিংয়ের সময় মাসল ক্র্যাম্পের কারণে স্ট্রেচারে করে মোস্তাফিজকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলেও তাকে নিয়ে সকল দুশ্চিন্তা উড়িয়ে দিয়েছেন বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘মোস্তাফিজ ঠিক আছেন।’
বিএনএ/এমএফ