27 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মোটরসাইকেল

বিএনএ,বগুড়া : বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাক চাপায় সাব্বির হোসেন(৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।রবিবার(১৯ মার্চ ২০২৩) সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত  মোটরসাইকেল চালক  শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের তরিকুল্লা প্রামানিকের ছেলে। সাব্বির নন্দীগ্রামে কোয়ালিটি ফিড কোম্পানীতে কাজ করতেন।

মোটরসাইকেল চালিয়ে নন্দীগ্রাম যাচ্ছিলেন সাব্বির। পথিমধ্যে জামাদারপুকুর এলাকায় নন্দীগ্রামগামী একটি মালবোঝাই ট্রাক ওই মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানাত।

এসআই আবুল হাসানাত জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ