24 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনায়

বিএনএ, কক্সবাজার:  কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শুক্রবার (১৮ মার্চ) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামপুর ইউনিয়নের ঝনঝনিয়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ সাফায়েত।

নিহত আবদুল মজিদ ইসলামপুর ইউনিয়নের কৈলাশের ঘোনার আবু তাহেরের ছেলে। নিহত কলেজ ছাত্রের জানাজা আজ শনিবার (১৯ মার্চ) সকালে ইসলামপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো ছাত্র-জনতা অংশ নেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ সাফায়েত জানান, ঘাতক বাস জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি ও মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ