বিএনএ, ঢাকা : রাজধানীর মালিবাগ এলাকায় একটি ভবনের ১০ তলার ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তিনি মিরপুর ডিবি পুলিশের সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় গৃহকর্মীর হিসেবে কাজ করতেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ারা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদরের সৌহার্দ্য গ্রামের কামাল মিয়ার মেয়ে। বর্তমানে মালিবাগের পকেট গেট এলাকার মাধবীলতা নামের ১৭৭/১৭৮ নম্বর বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
মুমূর্ষু অবস্থায় আনোয়ারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা।
তিনি বলেন, ‘আমরা সকাল ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘নিহত ওই নারী একজন সহকারী পুলিশ কমিশনারের বাসায় ১৫-১৬ মাস আগে গৃহকর্মী কাজের জন্য আসেন। আমরা সিসি ফুটেজে দেখতে পাই সোমবার সকালের দিকে তিনি (গৃহকর্মী) ১০ তলা ছাদের উপরে হাটাহাটি করছিলেন। কিছুক্ষণ পরে আর তাকে দেখা যায়নি। আমরা ধারণা করছি অসাবধানতাবশত তিনি নিচে পড়ে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’‘নিহত ওই গৃহকর্মী যে সহকারী পুলিশ কমিশনার বাসায় কাজ করতেন, তিনি ঢাকার বাইরে অপারেশনে আছেন। আমরা বিষয়টি তাকে জানিয়েছি। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।