নবগঠিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা(৮০) ইন্তেকাল করেছেন( ইন্না নিল্লাহহি….রাজিউন)। বিষয়টি তার একান্ত সচিব আক্কাস খান সংবাদ সংস্থা বিএনএকে জানিয়েছেন।
রবিবার ( ১৯ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। লিভার জনিত জটিলতায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার মন্ত্রীসভায় তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিএনপির নেতৃত্বাধীন সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন। ১/১১ পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়েছিল।
২০১২ সালে ৬ জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন। ওই বছর আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ২০১৪ সালের ৭ মে তিনি বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন। পরে ওই বছরের ২১ নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে একটি দল গঠন করেন। ২০১৫ সালে তৃণমূল বিএনপি নামে নতুন একটি দল গঠন করেন।
বিএনএনিউজ২৪, আহা,জিএন