14 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাইয়ে গাড়ি চাপায় পথচারী নিহত

ধামরাইয়ে গাড়ি চাপায় পথচারী নিহত

ধামরাইয়ে গাড়ি চাপায় পথচারী নিহত

বিএনএ, ধামরাই : ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণহীন প্রাইভেটকার চাপায় সহিদুল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক আ: সবুরকে (৩৫) আটক করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুয়াপুর ইউনিয়নের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহিদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে শ্রীরামপুরের গ্রাফিক্স টেক্সটাইলে কর্মরত ছিলো। তবে আটক চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সন্ধ্যায় শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষাকালে ঢাকার দিক থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছাড়িয়ে ফুটপাতে এসে পড়লে সেখানে অপেক্ষমান একজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এসময় স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকার ও চালককে আটক করা হয়।

এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আটককৃত প্রাইভেটকারসহ চালককে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/ ইমরান খান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ