বিএনএ, স্পোর্টস ডেস্ক : দেশের হয়ে না খেলে আইপিএলে খেলবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলবেন সাকিব। এপ্রিলের মাঝামাঝি সময়ে আইপিএলের ১৪ তম আসর শুরু হতে যাচ্ছে।
আইপিএল চলার সময়েই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। কিন্তু সেই সিরিজে না খেলে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান জানান, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়ে সাকিব বিসিবি বরাবর একটি চিঠি দিয়েছেন। কারণ তিনি আইপিএল খেলতে চান। আমরা তাকে অনুমতি দিয়ে দিয়েছি। কারণ যার জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা নেই তাকে আটকে রাখার কোনো অর্থ নেই।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নিলামে তিন কোটি ২০ রুপি দিয়ে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
বিএনএনিউজ/ এইচ.এম।