20 C
আবহাওয়া
৮:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ ব্যবসা প্রতিষ্ঠান সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

রবিবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের সৈয়দ আহমেদ টেক এলাকায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন- মোহাম্মদ পারভেজের মুদি দোকান, ছৈয়দের দোকান, মো. হারুন রশীদের তরকারির দোকান, মো. রুবেলের মুদি দোকান, মো. মিনারের কীটনাশকের দোকান, মো. ইউনুসের মোবাইল পার্টসের দোকান, মো. আব্দুল আজিজের রাইচ মিল এবং মো.আবুল কাশেমের মালিকানাধীন দুটি দোকান।

প্রত্যক্ষদর্শীরা জামাল উদ্দিন বলেন, গভীর রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনার পরপর মানুষের শোর চিৎকার শুনে আমরা এগিয়ে যাই, স্থানীয় লোকজন প্রায় এক- দেড় ঘণ্টা যাবত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে রাইচ মিলসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সুত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে ধারণা করছে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা।

ক্ষতিগ্রস্থ সুত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনার সুত্রপাতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় দোকানের মালামালসহ পুড়ে ছাই হয়ে যাওয়াতে অন্তত ৪০-৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা স্পষ্ট বলতে পারছেনা কেউ। এসময় তারা আরো বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে ফোন করেছি, ফায়ার সার্ভিস দ্রুত আসতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ আর কম হত।

এবিষয়ে জানতে চাইলে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যেতে দ্রুত রওনা করি, মোশাররফ আলী হাট পর্যন্ত পৌঁছেছি, এমতাবস্থায় ঘটনাস্থল থেকে পুনরায় ফোন করে আগুন নিয়ন্ত্রণে আসার খবর বলাতে আমরা সেখান থেকে ফিরে আসি।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ