24 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » নোয়াখালীতে যুবক হত্যা

নোয়াখালীতে যুবক হত্যা

নোয়াখালীতে যুবক হত্যা

বিএনএ ,নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে ধারের টাকা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে মো. আব্দুর রহমান হৃদয় (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুর রহমান হৃদয় উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার সওদাগর বাড়ির মো. সেলিমের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন।

নিহতের ছোট ভাই মো. রিফাত বলেন, আমার ভাই হৃদয়ের বন্ধু আশিক থেকে কিছু দিন আগে পাঁচ হাজার টাকা ধার নেয় চৌমুহনী পৌরসভার গোলাবাড়ি এলাকার মুহুরি বাড়ির শাহ আলমের ছেলে বাবু। আশিক টাকা ফেরত চাইলে বাবু টালবাহানা শুরু করে। একপর্যায়ে বাধ্য হয়ে বিষয়টি বাবুর বড় ভাই রনিকে জানায় আশিক। এতে বাবু ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে আশিকের বন্ধু হোসেন ও সাগরকে তুলে নিয়ে মারধর করে। রাত সোয়া ১১টার দিকে বিষয়টি জানতে পেরে আমার ভাই হৃদয়, কাকা রাসেলকে নিয়ে হোসেন ও সাগরকে উদ্ধার করতে যান। যাত্রাপথে তারা চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে পৌঁছালে বাবুর সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তখন কিছু বুঝে ওঠার আগেই বাবু আমার ভাইকে ছুরিকাঘাত করে। একই সময়ে রাসেলকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌমুহনী লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘোষ বলেন, মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। রাসেল নামে আরেক যুবক অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ