22 C
আবহাওয়া
৪:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার


বিএনএ, বিশ্বডেস্ক : পানির নিচে পারমাণবিক অস্ত্রের  পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের টোকিওর যৌথ নৌ-মহড়ার প্রতিবাদে পিয়ংইয়ং এই পদক্ষপ নিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার(১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং পূর্ব কোরীয় সাগরে পানির নিচে হাইল-৫-২৩ নামের পারমাণবিক ড্রোন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে। তবে পরীক্ষাটি কবে চালানো হয়েছে তা উল্লেখ করেনি কেসিএনএ।

উল্লেখ্য, দুই কোরিয়ার সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও খারাপ হয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে দক্ষিণ উপকূলের জেজু দ্বীপে সামরিক নৌ মহড়া শুরু করে। গত রোববার উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে এই মহড়া চালানো হচ্ছে বলে জানায় তারা।

এর আগে গত নভেম্বরে উত্তর কোরিয়া মহাকাশে একটি গুপ্তচর উপগ্রহ পাঠায়। তখনই তারা ঘোষণা করে, পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক বাড়ানো হবে। এই নিয়ে ওই অঞ্চলে প্রবল উত্তেজনা দেখা দেয়।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না: ড. বদিউল আলম মজুমদার আগামী বাজেটে করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক মেনিনজাইটিস টিকা না পেয়ে পান্থপথে সড়ক অবরোধ সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট