28 C
আবহাওয়া
৮:১৩ অপরাহ্ণ - আগস্ট ৪, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে বৌদ্ধ বিহারে ডাকাতি

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে বৌদ্ধ বিহারে ডাকাতি

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে বৌদ্ধ বিহারে ডাকাতি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে এক বৌদ্ধ বিহারে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ুয়ার টেক এলাকার প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ডাকাত দল বিহারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে আইপিএস ব্যাটারী, দানবাক্সের টাকা, আলমিরায় রক্ষিত বিহার উন্নয়নের নগদ ৬০ হাজার টাকা, ভান্তের মোবাইল ও দানীয় স্বর্ণালংকার।

বিহারের সেবক দীপক মারমা বলেন, প্রথমে ডাকাতেরা বিহারের মূল দরজার দু্ইটি তালা ভেঙে প্রবেশ করে দানবাক্সের তালা ভেঙে টাকা-পয়সা নিয়ে নেয়। এরপর তারা সেবকদের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। সেবকদের রুমে আমিসহ ৪ জন এতিম বাচ্চা থাকি। তারা আমাদের বলে যে, তোমরা ঘুমাও আমরা প্রশাসনের লোক। এসময় আমাকে বলে যে ভান্তের ঘর দেখিয়ে দিতে আমি তাদের বিহার অধ্যক্ষ শ্রীলপ্রিয় মহাথেরের কক্ষে নিয়ে যাই। সেখানে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা ও সমস্ত জিনিসপত্র এলোমেলো করে তল্লাশি করে টাকা, মোবাইল সেট নিয়ে নেয়। শ্রীলপ্রিয় মহাথেরকে নিয়ে এরপর উপাধ্যক্ষ আনন্দ ভিক্ষুর বাসভবনে যায় ডাকাত দল। ওই কক্ষ থেকেও টাকা ও দানীয় স্বর্ণালংকার নিয়ে নেয় ডাকাতরা। তারা আলমিরায় ইয়াবা রয়েছে জানিয়ে তল্লাশি করেছে। ডাকাত দল যাওয়ার সময় সবাইকে একটি কক্ষে নিয়ে দরজা আটকে চলে যায়।

ডাকাত দলের মধ্যে দুইজনের হাতে বন্দুক, একজনের হাতে পিস্তল এবং একজনের হাতে বড় কাঁচি (তালা কাটার) ছিল বলে জানান দীপক মারমা।

রাত ২টার দিকে ফোন পেয়ে বিহারে ছুটে আসেন অভি বড়ুয়া ও সুজন বড়ুয়া। তারা বলেন, রাত ১২ টার দিকে বিহারের পেছনে আমরা বনভোজন খেয়ে বাড়ি ফিরে গিয়েছিলাম। এরপর রাত ২টার সময় ফোন পেয়ে এসে দেখি এই ঘটনা। ডাকাত দল সব মিলিয়ে ২০-৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য অনুপ দাশ বলেন, এই ধরণের ঘটনা দুঃখজনক। প্রশাসনের লোক পরিচয়ে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. মুসা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৮৩ মামলা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী বিআইডব্লিউটিসির বহরে যোগ হচ্ছে ১৮ জলযান: নৌ উপদেষ্টা চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাবিতে ছাত্রলীগে লুকিয়ে ছিলেন ছাত্রশিবির-আবদুল কাদের রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেপ্তার সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকারি গুদামে রেকর্ড মজুত, বোরোতে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহের আশা