27 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » বিপিএল-এর দশম আসর শুরু আজ

বিপিএল-এর দশম আসর শুরু আজ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের দশম আসর। রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ।

গত বছর সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা জিতেছিল কুমিল্লা। চ্যাম্পিয়ন কুমিল্লার ম্যাচ দিয়েই উদ্বোধন হতে যাচ্ছে এবারের আসরের। প্রতিপক্ষ হিসেবে থাকছে মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকা। টুর্ণামেন্টের প্রথম ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন সমর্থকরা।

একই স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।

ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এটি। সাত দল খেলবে। থাকছে বিদেশি খেলোয়াড়ও।

এবার কিছু কিছু জায়গায় সংযোজন করেছে, পরিবর্তন এনেছে। এবার শুরু থেকে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) থাকবে। এটি নিয়ে আগের অনেক সমালোচনা হয়েছিল। এবার টুর্ণামেন্টের দশম আসরে ডিআরএস থাকছে। আউট হলো কি হলো না তা নিয়ে বিতর্ক কমে যাবে। খেলা চলাকালীন সময় মাথার ওপর দিয়ে ঘুরবে স্পাইডার ক্যামেরা এবং মাঠের চারপাশ দিয়ে ঘুরবে বাগি ক্যামেরা। স্টেডিয়ামে সাড়ে ৭ হাজার নতুন চেয়ার স্থাপন করা হয়েছে। বাউন্ডারি লাইনে ডিজিটাল সাইনবোর্ড থাকবে। দর্শকের কাছে আকর্ষণীয় করতে এবারও থাকছে সিগনেচার ব্যাট।

বিশ্বকাপ ক্রিকেটের পর এবার বিপিএলের মঞ্চে দেখা যাবে সাকিব, তামিম, মাশরাফিসহ দেশের সব তারকা ক্রিকেটারকে। থাকছে বিদেশি ক্রিকেটার। পাকিস্তানি ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, রিজওয়ান, তরুণ পেসার আব্বাস আফ্রিদি, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের ক্রিকেটাররা খেলছে।

ঢাকায় শুরুর পর ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল, ৬-১০ ফেব্রুয়ারি হবে আটটি ম্যাচ। এরপর ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ। এরপর আবার ঢাকা ফিরবে বিপিএল।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ