25 C
আবহাওয়া
৬:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গামাটির ২৪ বাড়িতে লাল পতাকা টানিয়ে দিল প্রশাসন

রাঙ্গামাটির ২৪ বাড়িতে লাল পতাকা টানিয়ে দিল প্রশাসন

রাঙ্গামাটির ২৪ বাড়িতে লাল পতাকা টানিয়ে দিল প্রশাসন

বিএনএ রাঙ্গামাটি : করোনার রেড জোন রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (১৯ জানুয়ারি) ২৪টি বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে বলে জানান রাঙ্গামাটি জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন মিঠু।

তিনি বলেন, সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে লাল পতাকা টানিয়ে দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। করোনা ভাইরাসের সংক্রমণরোধে মাস্ক পরিধান নিশ্চিতকল্পে এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে জেলা প্রশাসন সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধকল্পে এবং জনগণকে সচেতন করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন মিঠু।

এদিকে, জেলার পর্যটনকেন্দ্রগুলোতে প্রশাসনের নির্দেশনা তেমন মানা হচ্ছে না। করোনা সংক্রমণে ঊর্ধ্বগতির জন্য রেড জোন ঘোষণার পর অর্ধেক পর্যটক প্রবেশ এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নির্দেশ দেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন। তবে তা কোথাও তেমন কার্যকর হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কারোই আগ্রহ দেখা যায়নি। প্রশাসনের নির্দেশনা থাকলেও পর্যটকরা মাস্ক ছাড়াই অনায়াসে বিভিন্ন পর্যটন স্পটে প্রবেশ করেছে। এ নিয়ে অজুহাতেরও অভাব ছিল না তাদের।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ