19 C
আবহাওয়া
৯:২৪ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত চাঁদপুর নার্সিং ইন্সটিটিউটের ৫২ শিক্ষার্থী

করোনায় আক্রান্ত চাঁদপুর নার্সিং ইন্সটিটিউটের ৫২ শিক্ষার্থী

করোনায় আক্রান্ত চাঁদপুর নার্সিং ইন্সটিটিউটের ৫২ শিক্ষার্থী

বিএনএ চাঁদপুর: চাঁদপুর নার্সিং ইন্সটিটিউটে অধ্যয়নরত ৫২ শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। এই কারণে ইতোমধ্যে নার্সিং ইনস্টিটিউটের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাত হোসাইন। তিনি বলেন, ইন্সটিটিউটে অধ্যয়নরত ১৯০ শিক্ষার্থীর মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত শিক্ষার্থীদের আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান বলেন, গত তিন দিনে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে রোববার ৬ জন, সোমবার ১১ জন এবং বুধবার ৩৫ জন শনাক্ত হয়। তারা প্রত্যেকে আলাদাভাবে আইসোলেশনে আছেন।

নার্সিং ইন্সটিটিউটের প্রধান সেলিনা আক্তার বলেন, করোনায় যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই মেয়ে। ১৯০ জন শিক্ষার্থী থেকে তাদের আলাদা করে একটি হলের দুইটি ব্লকে আইসোলেশনের রাখা হয়েছে। প্রথমে ৬ জন, এরপর ১১ এবং  বুধবার দুপুর ২টা পর্যন্ত আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ