21 C
আবহাওয়া
১১:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ঢাবি ছাত্রলীগ নেতা আল-আমিনের একদিনের রিমান্ড

ঢাবি ছাত্রলীগ নেতা আল-আমিনের একদিনের রিমান্ড

ঢাবি ছাত্রলীগ নেতা আল-আমিনে

বিএনএ, ঢাকা ( আদালত প্রতিবেদক) : চাঁদাবাজির মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল থেকে গ্রেফতার ছাত্রলীগ নেতা আল-আমিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ জানুয়ারি) তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার তিনদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হলের ১০২ নম্বর কক্ষ থেকে ছাত্রলীগ নেতা আল-আমিন খানকে আটক করা হয়।

জানা যায়, আল আমিন খান ২০১৪-১৫ সেশনে ফিন্যান্স বিভাগে প্রথমবর্ষে ভর্তি হন। পরে ২০১৫-১৬ সেশনে প্রথমবর্ষে পুনঃভর্তি হন। পরবর্তী সময়ে ২০১৬-১৭ সেশনে আবারও পুনঃভর্তির আবেদন করলেও ভর্তি হননি। বর্তমানে তার ছাত্রত্ব নেই এবং অবৈভাবে সূর্যসেন হলের ১০২ নম্বর কক্ষে থাকতেন। বিভিন্ন সময় হলের দোকানদারদের পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিএনএ নিউজ/এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ