20 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সাভারে পৃথক স্থানে দুই নারীর মরদেহ উদ্ধার

সাভারে পৃথক স্থানে দুই নারীর মরদেহ উদ্ধার


বিএনএ, (সাভার) ঢাকা: ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ জানুয়ারি) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার একটি বাড়ি থেকে এক নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দু’জনের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর রহস্য জানা যাবে।

বিএনএ/ ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ