26 C
আবহাওয়া
৬:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গারা স্বস্তিবোধ করছে:স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গারা স্বস্তিবোধ করছে:স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গারা স্বস্তিবোধ করছে:স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ,নোয়াখালী:ভাসানচর নিয়ে রোহিঙ্গারা তাদের ভুল বুঝতে পেরেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।সেখানে যাওয়ার ব্যাপারে প্রথমে অনীহা দেখালেও এখন তাদের আগের সেই অনীহা নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার(১৯ জানুয়ারি) নোয়াখালীর ভাসানচর থানা উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গারা শান্তিপূর্ণ পরিবেশে স্বস্তিবোধ করছে।সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেখে সামনের দিনগুলোতে তারা দলে দলে সেখানে যেতে শুরু করবে। ভাসানচরে থানা স্থাপন করার ফলে রোহিঙ্গাদের মধ্যে বিশ্বাস স্থাপন হবে।তাদের মধ্যে বিদ্যমান কোনো সমস্যা থাকলে তা নিরসন করবে। রোহিঙ্গারা চলে গেলেও শান্তি স্থাপনে এ থানা ভূমিকা রাখবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন,ভবিষ্যতে ভাসানচর থানাকে প্রয়োজনীয় জনবলসহ সবদিক দিয়ে আরও শক্তিশালী করা হবে।ধীরে ধীরে এই চরটি একটি সমৃদ্ধময় এলাকা হবে।ভাসানচর ও আশপাশের এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নতুন থানা করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফা কামাল উদ্দীন, আইজিপি ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ও ভাসানচর আশ্রয়ন প্রকল্প-০৩ এর প্রজেক্ট ডিরেক্টর কমোডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

নবনির্মত ভাসানচর থানায় একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),  দুজন উপপরিদর্শক (এসআই), দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৬ জন নারীসহ মোট ২০ জন কনস্টেবল নিয়োগ দেয়া হয়েছে।

ভাসানচর মূলত মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি দ্বীপ। এর দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার ও প্রস্থ ৬ কিলোমিটার। আয়তন প্রায় ৬৫ বর্গ কিলিামিটার। হাতিয়া উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে ও চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা থেকে ৫ কিলোমিটার পূর্বে দ্বীপটি অবস্থিত। চরঈশ্বর ইউনিয়নের ৬টি মৌজা নিয়ে গঠিত হলো ভাসানচর থানা।

ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনায় তাদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ২০১৭ সালে এ থানা অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। ২০১৯ সালের ২১ অক্টোবর অনুষ্ঠিত প্রশাসনিক পুণর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৬তম সভায় ভাসানচর থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়। ২০১৯ সালের ৯ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ভাসানচর থানার জন্য ২৪টি পদ অনুমোদন করে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ