26 C
আবহাওয়া
৯:১২ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৫
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের,আক্রান্ত ৭০২

২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের,আক্রান্ত ৭০২


বিএনএ,ঢাকা:করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে হাসপাতালে ১৮ এবং দুই জন বাড়িতে মারা যান।মৃতদের মধ্যে পুরুষ ১৬ এবং নারী ৪ জন।বিভাগ অনুযায়ী,ঢাকায় ১১, চট্রগ্রামে ছয়, রাজশাহীতে দুই, খুলনায় একজন রয়েছেন।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৫ জন রয়েছেন।

এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট সাত হাজার ৯৪২ জন মারা গেলেন।তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ১৮ জন (৭৫ দশমিক ৭৭ শতাংশ) ও নারী এক হাজার ৯২৪ জন (২৪ দশমিক ২৩ শতাংশ)।

মঙ্গলবার(১৯ জানুয়ারি)স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৭০২ জন রোগী শনাক্ত হয়েছেন।এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৩১ জনে।একই সময়ে ৬৮২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৯৯টি পরীক্ষাগারে ১৫ হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৮৫ হাজার ২৫৭টি।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪.৬৫ শতাংশ।এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য,গত বছরের ৫ এপ্রিলের পর ১২ জানুয়ারি শনাক্তের হার হয় সর্বনিম্ন ৫ শতাংশ।এরপর সপ্তাহজুড়ে শনাক্তের হার ৪ থেকে ৫-এর মধ্যেই রয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দেশে ফিরছেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের মাওলানা রইসের রক্ত বৃথা যাবে না—বোয়ালখালীতে জনতার শপথ আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন দুই আসামি এস আলমের স্টিল ও ব্যাগ কারখানা বিক্রি করবে ইসলামী ব্যাংক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে: সিইসি চট্টগ্রামে পুকুর থেকে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩