17 C
আবহাওয়া
২:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা প্রত্যাবাসন বৈঠক দুপুরে, নতুন প্রস্তাব দেবে বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসন বৈঠক দুপুরে, নতুন প্রস্তাব দেবে বাংলাদেশ

আরও ২ লাখ ৩৭ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ

বিএনএ ডেস্ক, ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারকে নতুন একটি প্রস্তাব দেবে বাংলাদেশ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় চীনের আয়োজনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ত্রিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব দেয়া হবে।

সোমবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, রোহিঙ্গাদের আস্থা ফেরানোর জন্য গ্রামভিত্তিক প্রত্যাবাসন শুরুর প্রস্তাব দেয়া হবে।

মঙ্গলবার দুপুর ২টায় সচিব পর্যায়ের এই বৈঠক শুরু হবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অন্য দিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লু জাওহুই এবং মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ চান আয়ে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বলেন, রোহিঙ্গাদের আস্থা ফেরানোর জন্য গ্রামভিত্তিক অ্যাপ্রোচ যদি আমরা নিই, সেটা বোধহয় মোর প্র্যাকটিক্যাল হবে।

তিনি বলেন, পার্টিকুলার এরিয়া থেকে যারা ভেরিফাইড হল, তাদেরকে যদি ফেরা নিশ্চিত করি, এটাকে যদি আমরা পাইলট হিসাবে গণ্য করি, এভাবে যদি ইউনিট বাই ইউনিট আগাই, তাহলে মোর প্র্যাকটিক্যাল হবে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা।

আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও প্রত্যাবাসন আজও শুরু হয়নি।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ