25 C
আবহাওয়া
৫:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইছামতি নদী থেকে মরদেহ উদ্ধার

ইছামতি নদী থেকে মরদেহ উদ্ধার

ইছামতি নদী থেকে মরদেহ উদ্ধার

বিএনএ, যশোর : যশোরের বেনাপোল সীমান্তে ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২১। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পাচভুলট বিওপি এলাকার ইছামতি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরসীদ আহমেদ বলেন, সকালে পাচভুলট বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১৭/৭ এস-এর ১০২ আর পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং সীমান্তের শূন্য লাইন থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারির মোড় এলাকায় মরদেহটি পড়ে ছিল। কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। লাশের পরিচয়ও শনাক্ত হয়নি। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে মরদেহটি এখানে এলো এবং এই হত্যাকাণ্ড কীভাবে ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ