চট্টগ্রাম: দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজে সম্প্রতি যুব রেড ক্রিসেন্টের কলেজ ইউনিট কমিটির ২০২৩-২৪ কার্যকরী পর্ষদের বিদায় ও নতুন কার্যকরী পর্ষদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আবু নাইম মোহাম্মদ তামজীদ।
অনুষ্ঠানে সন্ধান ও উদ্ধার প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুব সদস্য ও বিদায়ী কার্যকরী পর্ষদ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং বিদায়ী কার্যকরী পর্ষদ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে সৌরিক দেওয়ানজীকে প্রধান করে ২০২৫-২৬ কার্যকরী পর্ষদের ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মুহাম্মদ মঈন উদ্দীন ও উম্মে হানিফাকে উপ-দলনেতা, সাদিয়া ইসলাম রিমু, প্রমিকা চক্রবর্তী, হাসান জুবাইর চৌধুরী, মুহাম্মদ নাঈম উদ্দীন, শাফরিন আদন ও অপূর্ব পাল রকিকে বিভাগীয় প্রধান এবং আব্দুর নুর তানিম, আনিকা তাহসিন, মুহাম্মদ আব্দুল্লাহ সায়েম, মালিহা আক্তার, ইশতিয়াক আহমেদ রিয়াজ, তৈয়বা খানম, মীর মিফতাহুল জান্নাত, তাইমা তাসনিম তাম্মি, প্রিয়াঙ্কা বড়ুয়া, নওশীন কবীর, সাদিয়া সালাম সেতু ও মুহাম্মদ আবু হাসনাতকে বিভাগীয় উপ-প্রধানের দায়িত্ব প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
বিএনএনিউজ২৪, এসজিএন