17 C
আবহাওয়া
৬:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » মিশরের প্রেসিডেন্ট পদে এল-সিসির তৃতীয় দফায় জয়লাভ

মিশরের প্রেসিডেন্ট পদে এল-সিসির তৃতীয় দফায় জয়লাভ

মিশরের প্রেসিডেন্ট পদে এল-সিসির তৃতীয় দফায় জয়লাভ

বিশ্ব ডেস্ক:  আবদেল ফাত্তাহ এল-সিসি নির্বাচনে ৮৯.৬ শতাংশ ভোটে বিজয়ী হয়ে মিশরের প্রেসিডেন্ট পদের জন্য তৃতীয় দফায় জয়লাভ করেছেন। আরব নিউজ।

জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের প্রধান বিচারক হাজেম বাদাউই বলেছেন, এল-সিসি ৩ কোটি ৯৭ লাখ ২হাজার৪৫১ টি বৈধ ভোট পেয়েছেন।

নির্বাচনে দ্বিতীয় হয়েছেন হাজেম ওমর ১কোটি ৯৮লাখ৬৩হাজার৫২ভোট পেয়েছেন, যা কর্তৃপক্ষের দ্বারা রেকর্ডকৃত বৈধ ব্যালটের ৪.৫ শতাংশ প্রতিনিধিত্ব করে।

প্রায় ৪৪.৮ মিলিয়ন মানুষ দেশ ও বিদেশ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোট দিয়েছেন।

কর্তৃপক্ষ ব্যালটে তাদের ইতিবাচক অংশগ্রহণের জন্য মিশরীয় জনগণের প্রশংসা করেছে।

১০-১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ভোটে এল-সিসি তিন প্রার্থীর বিরুদ্ধে মুখোমুখি হয়েছেন।

বিদেশে মিশরীয়রা ১২১টি দেশে ১৩৭টি মিশরীয় দূতাবাস এবং কনস্যুলেটে ১-৩ ডিসেম্বর ভোট দিয়েছে৷

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ