বিএনএ,ডেস্ক : সৃষ্টির শুরু থেকেই নারী-পুরুষের গঠন আলাদা হলেও মানুষের মন-মানসিকতা নির্ভর করে তারা বেড়ে উঠে পরিবেশের ওপর।নারী-পুরুষের মধ্যে পার্থক্য চিরন্তন সত্য ।তবে তা কেবলই কি শারিরীক? রয়েছে মানসিকও।
মনস্তত্ত্ববিদদের মতে, নারী-পুরুষের মস্তিষ্কের কাজের উপরই এই বিভেদ প্রকাশ পায়। সাইকোলজি প্রতিবেদন অনুযায়ী, নারী-পুরুষের মধ্যে ১০টি মানসিক পার্থক্য রয়েছে।
তা হলো- ১. পুরুষদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই অঙ্ক কষতে পছন্দ করে। মহিলারা পছন্দ করেন ভাষা।
২. মেয়েরা ঝগড়া করলেও, সচরাচর মারামারি করে না।পুরুষরা এ ক্ষেত্রে ব্যতিক্রম।
৩. পুরুষরা সিদ্ধান্ত নিতে কখনো আবেগকে প্রাধান্য দেয় না। মহিলারা আনুষঙ্গিক নানান কিছু ভেবে তারপর সিদ্ধান্ত নেয়।
৪. সাধারণত মজার কিছু হলেই পুরুষরা উচ্চস্বরে হাসেন, মহিলারা তাদের ইচ্ছার ওপর নির্ভর করে হাসেন। ৫. মহিলারা পুরুষদের থেকে বেশি আবেগজনিত ঘটনাগুলো মনে রাখেন।
৬. চিন্তা-ভাবনার ওপর প্রেশার পড়লে পুরুষদের শারীরিক চাহিদা বেড়ে যায়। এক্ষেত্রে নারীদের ব্যাপার একদমই ভিন্ন।
৭. মানুষ বিচার করার ক্ষেত্রে, পুরুষের থেকে তুলনামূলক অনেকটাই নারীরাই বেশি করে।
৮. পুরুষরা সাধারণত নারীর রূপ-সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে থাকে। বিপরীতে নারীদের এসব আকর্ষণ করে না।
৯. পুরুষরা কোনো সমস্যার বিষয় কারো সঙ্গে আলোচনা ছাড়াই সমাধান করার চেষ্টা করে কিন্তু নারীরা আলোচনা করতে না পারলে সমস্যা নিয়ে আরও বেশি সমস্যায় ভোগেন।
১০.মেয়েরা একটু পরশ্রীকাতর,অপর দিকে পুরুষেরা প্রতিশোধ পরায়ন।
প্রসঙ্গত, নারী-পুরুষ সবাই পৃথিবীর সৃষ্টি থেকেই আলাদা আলাদা। প্রতিটি মানুষই সৃষ্টির সেরা জীব।
বিএনএ নিউজ/রেহানা, ওজি