বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে রওনা হয়েছেন ৬১৩ রোহিঙ্গা। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর তিনটি জাহাজ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়।
এর আগে ভাসানচরে নেওয়ার উদ্দেশে শুক্রবার (১৭ ডিসেম্বর) রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে আনা হয়। রাতে তারা চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী তাঁবুতে অবস্থান করেন। সেখানেই তাদের খাবারের ব্যবস্থা করা হয়।
উল্লেখ, প্রায় ৮ মাস পর গত ২৫ নভেম্বর ৩৭৯ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছান। এর আগে ছয় দফায় প্রায় ১৮ হাজার ৬০০ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। মাঝখানে প্রায় আট মাস বন্ধ থাকার পর আজ থেকে আবার রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।
বিএনএ/এমএফ