বিএনএ, নোবিপ্রবি: সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা প্রদানপূর্বক মানসিক বিকাশ সাধন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা প্রদানের উদ্দেশ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘লুমিনারি’। বিগত বছরের ন্যায় এবারও নিজস্ব উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার প্রদান করেছে সংগঠনটি।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১১২ শিশুর মাঝে এ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনারির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল আলম। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ।
জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক শামীম তাজ বলেন, ‘আমরা সবসময়ই আমাদের প্লেমেটদেরকে বিভিন্ন উপহার প্রদান করার চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও আমরা নিজেদের সাধ্য অনুযায়ী তাদের জন্য কিছু শীতের উপহারের আয়োজন করি। লুমিনারির শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্যে।’
বিএনএ/ শাফি, এমএফ